বুধবার ০৮ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ৩০ ডিসেম্বর ২০২৪ ০৯ : ১৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: কাজাখস্তানের রেশ কাটতে না কাটতেই দুর্ঘটনার কবলে পড়েছে দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারলাইন্সের বোয়িং বিমান। ১৮১ জনের মধ্যে ১৭৯ জন যাত্রীরই মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। আশ্চর্যজনভাবে বেঁচে গিয়েছেন দুই বিমানকর্মী। সাক্ষাৎ যমের দুয়ার থেকে ফিরে এসেছেন ৩২ বছর বয়সী লি এবং ২৫ বছর বয়সী ক্বোন। সামান্য আহত হয়েছেন দু'জনেই। দুর্ঘটনার পর দু'জনকে উদ্ধার করে মকপো হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
লি-র হুঁশ ফেরার পর তাঁকে চিকিৎসকরা প্রশ্ন করেন তাঁর কোথাও আঘাত লেগেছে। উত্তরে লি শুধু বলেন, ''কী হয়েছে, আমি এখানে কেন?'' লি আরও জানান, বিমান অবতরণের পর তাঁর কিছুই মনে নেই। শুধু মনে আছে অবতরণের আগে সিটবেল্ট বেঁধে আসনে বসে রয়েছেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বিমানের যাত্রীদের সুরক্ষা নিয়ে এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন তিনি। লি বিমানের লেজের দিকে যাত্রী পরিষেবার দায়িত্বে ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বাঁ কাঁধে চিড় ধরেছে এবং মাথায় চোট লেগেছে। লি-র পরিবারের অনুরোধে তাঁকে সিওলের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অপর বিমানকর্মী ক্বোন-এর বিমান দুর্ঘটনার ব্যাপারে কিছুই মনে নেই। হাসপাতাল সূত্রে খবর, ওই তরুণীর মাথায় চোট লেগেছে এবং গোড়ালিতে ভেঙে গিয়েছে।
১৯৯৭ সালের পর ফের এরকম প্রাণঘাতী বিমান দুর্ঘটনা দেখল দক্ষিণ কোরিয়া। ১৭৫ জন যাত্রী এবং ছ'জন বিমানকর্মী-সহ মোট ১৮১ জন যাত্রী নিয়ে ব্যাঙ্কক থেকে ফিরছিল বিমানটি। মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় গণ্ডগোল দেখা দেয় বিমানটির ল্যান্ডিং গিয়ারে। সময়মতো খোলেনি বিমানটির চাকা। এর ফলে বেলি ল্যান্ডিং করাতে বাধ্য হন চালক। কিন্তু বিমানটির গত বেশি থাকায় সেটিকে নিয়ন্ত্রণ করা যায়নি। বিমানবন্দরের রানওয়ের পাঁচিলে গিয়ে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। এর পরেই বিমানটি ভেঙে যায়। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, অনেক যাত্রী বিমান থেকে ছিটকে নীচে পড়ে যান। এ ছাড়া, বিমানে আগুন ধরে যাওয়ায় ঝলসে মৃত্যু হয়েছে অনেকের। বিমান দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। বিমানটির অবতরণের আগের মুহূর্তের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, অবতরণের আগে বিমানটির ডান দিকের ইঞ্জিন থেকে ধোঁয়া বার হতে দেখা যাচ্ছে। পাখির সঙ্গে ধাক্কার ফলে দুর্ঘটনার কবলে পড়েছে বিমানটি এই তত্ত্বই জোরালো হচ্ছে ক্রমশ।
প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর আজ়ারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান কাজ়াখস্তানের আকতু শহরে ভেঙে পড়ে। দুর্ঘটনায় বিমানে থাকা ৬৭ জনের মধ্যে ৩৮ জনেরই মৃত্যু হয়। সেই বিমান দুর্ঘটনায় দু'টি তত্ত্ব উঠে এসেছে। এক, পাখির ঝাঁকের সঙ্গে বিমানের ধাক্কা। দ্বিতীয় তত্ত্বে বলা হচ্ছে, ভুলবশত ইউক্রেনের বিমান ভেবে রাশিয়া ওই যাত্রিবাহী বিমানটিকে গুলি করে নামিয়েছে। আজ়ারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েব যদিও এই দুর্ঘটনার জন্য দায়ী করেছেন রাশিয়াকেই।
#SouthKorea#PlaneCrash#JejuAir#Kazakhstan#Russia
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
মরিয়া ইউনূস সরকার, এবার শেষ হাসিনার পাসপোর্ট বাতিল ...
ভূমিকম্পে তছনছ তিব্বত, মৃত বেড়ে প্রায় ১০০, হাড়কাঁপানো ঠান্ডায় গৃহহীন হাজার হাজার মানুষ ...
মানুষের পর পৃথিবীতে কারা রাজত্ব করবে, কোন বিশেষ ক্ষমতা থাকবে তাদের ...
কে হবেন কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী? লড়াইয়ে রয়েছেন এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা, জানুন পরিচয়...
দুই পুরুষ, এক মহিলা, ভালবাসেন পরস্পরকে, এখন তিন জনেই থাকেন একসঙ্গে! হাসি-খুশিতে ভরা সংসার...
ছিলেন মেয়ে, হঠাৎ করে হয়ে গেলেন ছেলে! আজব ঘটনা শহরে...
আর চাপ নিতে পারলেন না, কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফার ঘোষণা জাস্টিন ট্রুডোর ...
ছেলেকে প্রেমের সম্পর্ক ভাঙতে বাধ্য করেছিলেন, মাস চারেক পর ছেলের প্রেমিকার সঙ্গে যা করলেন বাবা, জানলে চমকে যাবেন...
হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি! এবার কোন অভিযোগে?...
‘এত টাকা আমার, এবার কী করব?’, সংস্থা বিক্রি করে কোটি কোটি টাকা নিয়ে চিন্তায় পড়েছেন যুবক, চাইছেন সাহায্য!...
সাল ২০২৫ সম্পর্কে ১০০ বছর আগের ভবিষ্যদ্বাণী কেমন ছিল? কতটা মিলছে সেই পূর্বাভাস...
চার বছর ধরে বাসন মাজেন না ভারতীয় সিইও, কারণ জানলে অবাক হবেন...
শিওরে সংক্রান্তি হ্যানোইতে, কার হাতে বন্দি হল সেখানকার বাসিন্দারা...
এলিয়ানরা কী বেছে নিল কেনিয়ার গ্রামকে, মহাকাশ থেকে কী বার্তা এল জানলে চমকে যাবেন...
লাল গ্রহ নিয়ে বড় চিন্তায় নাসা, কোথায় রয়েছে মঙ্গলের জলের সমুদ্র...